ডাকসু নির্বাচনকে সিরিয়াসলি দেখছে ওবায়দুল কাদের

0
309

খবর৭১:ডাকসু নির্বাচনকে সিরিয়াসলি দেখছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর গতিবিধির ওপর নির্ভর করে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ জোট করবে কী করবে না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।’

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিপক্ষ যদি জোট করতে চায়, তখন আমাদেরও একটা জোটের কথা ভাবতে হবে। তাদের সমীকরণ অনুযায়ী ছাত্রলীগের মেরুকরণ নিয়ে চিন্তাভাবনা করা হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চারজন নেতা ছাত্রলীগকে পরামর্শ দিচ্ছেন। অন্যান্য বিষয়েও খোঁজ খবর রাখছেন। আওয়ামী লীগ এই নির্বাচনকে সিরিয়াসলি দেখছে। জাতীয় রাজনীতিতে যেভাবে পোলারাইজেশন হয়, প্রভাবটা ছাত্র রাজনীতিতেও পড়ে মন্তব্য করে কাদের বলেন, ‘যাদের সামর্থ্য নেই, তারা হয়তো এত বেশি সুবিধা নিতে পারে না। আর যাদের সামর্থ্য আছে, তারা নির্বাচনের জন্য পোলারাইজেশন করবে। আর চেষ্টা করবে এখান থেকে ফায়দা তোলা যায় কিনা?’

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা চেয়ারম্যান পদে ২০৭৬টি এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪৮৫টি ফরম বিক্রি হয়েছে।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here