ডাঃ জীবনের ১০ মামলায় জামিন : ফের নতুন মামলায় শ্যোন এরেস্ট

0
290

হবিগঞ্জ প্রতিনিধঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের পরও সহসাই মুক্তি পাচ্ছেননা ফের নতুন একটি মামলায় তাকে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। গত ২০১৭ সালের ২০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ডা. জীবনের বিরুদ্ধে পুলিশ এসল্ট, বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগ এনে রমনা থানায় পরপর ১০ টি মামলা দায়ের করে পুলিশ। পরে তিনি হাইকোর্ট থেকে সবকটি মামলায় জামিন লাভ করে চলতি বছরের ১৭ অক্টোবর নি¤œ আদালতে হাজির হন। আদালত তাকে জামিন না মুঞ্জুর করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। কিছুদিন পর সেখান থেকে ডা. জীবনকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। গেল সপ্তাহে দীর্ঘ আইনি প্রক্রিয়ায় পর্যায়ক্রমে ১০ টি মামলা থেকেই জামিন লাভ করেন ডা. জীবন। গতকাল বৃহস্পতিবার তিনি বের হয়ে আসার কথা ছিল। কিন্তু ২২ জুলাই রমনা থানার একটি মামলায় গত বুধবার ২১ নভেম্বর তাকে গং আসামী হিসেবে শ্যোন এরেস্ট দেখিয়ে গ্রেফতার দেখানো হয়। ফলে সহসাই তিনি মুক্তি পাচ্ছেননা।
এদিকে ডা. জীবনকে নতুন মামলায় গ্রেফতার দেখানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। দুই উপজেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ প্রতিবেদককে জানিয়েছেন, ডা. জীবনের জনপ্রিয়তায় ভীত হয়েই তাকে একের পর এক কাল্পনিক মামলায় জড়ানো হচ্ছে। তাদের দাবি তাকে কারাগারে বন্দি রেখে প্রতিপক্ষের কোন লাভ হবেনা। জেলে থেকেই দুই উপজেলার জনগণের সমর্থনে তিনি বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here