ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মানব বন্ধনে পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

0
219

সোহেল পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধি:কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীদের প্রতি সহিংসতা দিয়ে না, ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে। তারা আমাদের সন্তান। এই অল্প বয়সে তারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে দেখে আমি মুগ্ধ হয়েই তাদেরকে এই লাল গোলাপ দিয়ে ভালোবাসা জানালাম। সেই সাথে তাদের নিরাপত্তার জন্য সবসময় তাদের পাশে থাকবে ঠাকুরগাঁও জেলা পুলিশ।

এভাবেই কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা।

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করার সময় জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন ওসি আব্দুল লতিফ।

শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তা মোড়ে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপী এই মানবন্ধনে অবস্থান নেয় প্রায় শতাধিক শিক্ষার্থীরা। এ সময় সকলের হাতে লাল গোলাপ দেখতে পাওয়া যায়।

ওসি আব্দুল লতিফ এ সময় কোমলমতি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলনের সাথে একাত্বতা ঘোষনা করেন এবং সবসময় তাদের পাশে থাকবে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ এই অঙ্গিকার করেন।

পরে মানববন্ধন শেষে পুলিশ প্রশাসনের নিরাপত্তায় শান্তিপূর্ন ভাবে সকল শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here