ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের কাষ্টমস অফিস ঘেরাও বিক্ষোভ

0
411

ঠাকুরগাঁও প্রতিনিধি : অতিরিক্ত ভ্যাট আরোপ, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বহি জব্দ করা ও হয়রানীর প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে ।
বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে মিছিল কওে জেলা কাষ্টমস একসাইজ ও ভ্যাট অফিস ঘেরা করে । পরে আন্দোলনকারীরা ঠাকুরগাঁও Ñ দিনাজপুর মহাসড়ক একঘন্টা অবরোধ করে রাখে । এসময় সীমাহীন জনদুভোর্গ সৃষ্টি হয় । দু’পক্ষ আলোচনায় সমঝোতার পর ব্যবসায়ীরা কর্মসুচি তুলে নেয় । আন্দোলন কারীদের নেতৃত্ব দেন চেম্বারের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু ।
সাংবাদিকদের কাছে চেম্বার সভাপতি অভিযোগ করে বলেন কাষ্টমস একসাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা ব্যবসায়ীদের ভ্যাট আদায়ের নাম করে ত্রাস সৃষ্টি করছে । তিনি আরও বলেন প্যাকেজ ভ্যাটের আওতায় যারা ভ্যাট পরিশোধ করেছে তাদের কেও ডবল ভ্যাট পরিশোধে চিঠি দেয়া হয়েছে । এছাড়া ব্যবসায়ীদের সম্মাান ক্ষুন্ন ও অহেতুক হয়রানী করছে সংশ্লিস্ট অফিস ।
এ বিষয়ে কাষ্টমস একসাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা মশিয়ার রহমান মন্ডল বলেন ব্যবসায়ীদের অভিযোগ সঠিক নয়। তাদের অভিযোগ উদ্দেশ্য মুলক ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here