ঠাকুরগাঁওয়ে বখাটেদের বাইকে ব্যবহার হচ্ছে পুলিশি হর্ণ; আতঙ্কে পথচারীরা!

0
414

ঠাকুরগাঁঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বখাটেদের বাইকে ব্যবহার হচ্ছে পুলিশি হর্ণ। আর এতে আতঙ্কিত হয়ে দ্রুত পথ ফাঁকা করে দিচ্ছে পথচারীরা। বখাটে তরুণ ও যুবকের পাশাপাশি দুধ বিক্রেতাও বাড়তি ফায়দা নিতে ব্যবহার করছে এ হর্ণ।ঠাকুরগাঁও জেলার প্রায় সকল সড়কে কিছু উঠতি তরুণ নিজেদের মোটরসাইকেলে বিকট শব্দে পুলিশি হর্ণ, কখনো হিন্দি গান আবার বিকট শব্দ বা ভিআইপি সাইরেনসহ বাইক চালিয়ে শব্দদূষণ করে যাচ্ছে। মোটরসাইকেলের নিচের সিটে বিশেষকায়দায় লাগানো যন্ত্র থেকে এসব শব্দ বাজছে। ফলে ঠাকুরগাঁও এর প্রায় বিভিন্ন সড়ক পথে প্রায় দিনই আতঙ্কে থাকতে হয় পথচারীদের। এসব উঠতি তরুণ যারা মোটরসাইকেল চালক,বিকট শব্দে পুলিশি হর্ণ, ভিআইপি সাইরেনসহ বাইক চালিয়ে শব্দদূষণ করে যাচ্ছে কথা হয় তাদের সঙ্গে । জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জানায়, এ ধরনের শব্দ করলে পথচারীদের মাঝে আলাদা মনোযোগ তৈরি করা যায়।তাছাড়া পথে চলতি অবস্থায় ভয়ে অনেকে সাইড দিয়ে দেয়। আর গান শুনেগাড়ি চালালে নিজেকে ‘স্মার্ট’ মনে হয়। এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান বলেন, পুলিশ ব্যতীত অন্য কেউ এই হর্ণ ব্যবহার করতে পারবে না। কেউ যদি ব্যবহার করে থাকে তাহলে সেটি নিশ্চয়ই দণ্ডনীয় অপরাধ। তিনি আরো বলেন, এ বিষয়টি নিয়ে আমরা শীঘ্রইঅভিযান পরিচালনা করব এবং অভিযানের মাধ্যমেই আমরা তা সমাধান করব।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here