ঠাকুরগাঁওয়ে আমের ভাল দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি

0
493
ঠাকুরগাঁওয়ে আমের ভাল দাম পাওয়ায় চাষিদের মুখে হাসি

খবর ৭১ঃ

অসীম হায়াত পাঞ্জাব, বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এবার ব্যাপক আমের ফলন হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে এই উপজেলার হরেক রকম জাতের আম। বিশেষ করে এই উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে আমের বড়-বড় বাগান করেছেন স্থানীয় আম চাষিরা। আম চাষি রেজাউল ইসলাম বলেন, আমার ৮বিঘা মাটিতে ৪শত হাড়ি ভাঙ্গা ও ৩শত আম রুপালি জাতের আম গাছ রয়েছে । এবার আমের দাম ভাল পাওয়ায় লাভবান হবো। একই সুরে মনসুর আলম বলেন, আমরা পায়কারি ভাবে দেশের মুন্সিগঞ্জ,বগুড়া,সিলেট,রাজশাহী সহ দেশ জুড়ে আম বিক্রয় করে থাকি। সেইসব এলাকা থেকে ক্রেতারা আমাদের কাছে আম ক্রয় করে নিয়ে যায়। এবার আমারা পায়কারি দামে প্রতি কেজি হিমসাগর(৫০),রুপালি(৫৫),হাড়িভাঙ্গা(৫৫),সূর্যপুরী(৩০)মল্লিকা(৩০),গুটি(২০),লকনা(২৫),বাড়েফোর(৬০) টাকা দামে বিক্রয় করছি।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার শাফিয়ার রহমান বলেন,বর্তমানে আমরা আম চাষিদের কোন ধরনের সহযোগীতা করি না। তারা নিযেরাই যথেষ্ট। তারা আমাদেরও বস্!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here