ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

0
540
ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র আদিবাসী পরিবারের মাঝে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ করা হয়। সোমবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি সহকারি পুলিশ সুপার শামুয়েল সাংমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী।

বিতরণ অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সংস্থার প্রতিনিধি পারুল প্রমুখ।

এসময় সংস্থার কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে ২৫ হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে একটি করে বকনা জাতের গরু তুলে দেন অতিথিরা। এতে মোট ৬ লাখ ৬২ হাজার ৫শ টাকার গরু বিতরণ করা হয়।

উল্লেখ্য, দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে এ পর্যন্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় মোট ১৫ হাজার ০১টি বকনা জাতের গরু সম পরিমাণে পরিবারের মাঝে বিনামুল্যে বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here