ঠাকুরগাঁওয়ের চোচপাড়া সীমান্তে বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ

0
356

সোহেল পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া সীমান্ত এলাকায় লাল মিঞা(২৪) নামে এক বাংলাদেশী বিএসএফের( ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী) গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে বাংলাদেশ সীমান্ত চোচপাড়ার ৩৭৮-৩৭৯ পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত জওয়ানরা ওই যুবককের পায়ে লক্ষ্য করে গুলি করে। ডান পা গুলিবিদ্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ খবর শুনে পরিবারের সদস্যরা তাকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে। পরে তাকে রংপুরের একটি হাসপাতলে ভর্তি করে। বড় পলাশ বাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন ও আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আকালু জানান,আহত যুবকের বাড়ি এ উপজেলার ধুলিয়াবস্তি গ্রামে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন তিনি ঘটনা শুনেছেন। উল্লেখ্য  এ ঘটনার একদিন আগে এ উপজেলার রত্নাই সীমান্ত থেকে আব্দুল বারেক (২৫) নামে এক বাংলাদেশী যুবক কে বিএস এফ (ভারতী সীমান্ত রক্ষী বাহিনী)ধরে নিয়ে যায়। ওই যুবক উপজেলার রত্নাই মরাধার গ্রামের আব্দুল মজিদের ছেলে ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here