ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষঃ নিহত- ১

0
469
ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। শনিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুরের উদ্দেশে যাওয়ার পথে সদরের খোচাবাড়ি এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় খেজমত আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খেজমত আলী বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। নিহত খেজমত আলী জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার ভবানীপুর গ্রামের হাসান আলীর ছেলে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। এ ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আকটকৃত মাইক্রোবাসটি নভোএয়ার বিমান কোম্পানির অনুমতি নিয়ে ঠাকুরগাঁওয়ের পাপন সেল বিমান এজেন্সীর মালিক মামুন তার নিজস্ব গাড়ি যোগে সৈয়দপুর বিমানবন্দরে ভাড়ায় যাত্রী বহন করতেন। দুর্ঘটনার দিন ড্রাইভার রফিক মাইক্রোবাসটি সৈয়দপুরে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। ঘটনার পর ড্রাইভার রফিক পলাতক রয়েছে। এ বিষয়ে সদর থানার ওসি আশিকুর রহমান পিপিএম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here