ঠাকুরগাঁওয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপনেৱ লক্ষ্যে রেলি

0
886
ঠাকুরগাঁওয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উদযাপনেৱ লক্ষ্যে রেলি

খবর৭১ঃ

সোহেল পারভেজ, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ উদযাপন করা হয়েছে। সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’- এ স্লোগানকে সামনে রেখে শহরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন চত্বরে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে রেলি, পথসভা ও লিফলেট বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,নিবার্হী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সহ-সভাপতি, মাহাবুবুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দীপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগারওয়ালা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ। এছাড়া স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খাল, জলাশয় আমাদের আশেপাশে নোংরা জায়গা স্ব-উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিত্যক্ত নারিকেল/ডাবের খোসা,প্ লাস্টিক, টিনের কৌটা ঘরের ভিতরে টপ ইত্যাদিতে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার বংশবিস্তার করে। তাই এ সমস্ত জায়গায় পানি জমতে দেওয়া যাবে না।দিনে রাতে ঘুমাবার সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। এছাড়া জ্বর/মাথা ব্যথা অনুভূত হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে এবং পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here