ঠাকুরগাঁওয়ে পাথরঘাটা নদী দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন

0
422
ঠাকুরগাঁওয়ে পাথরঘাটা নদী দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন
ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পাথরঘাটা নদী পাড়ে অবৈধ স্থাপনা ও নদী দখল মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও গড়েয়া বাজারে পাথরঘাটা নদী পাড়ের লোকজন ও গড়েয়া এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গড়েয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, ওই ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি আশরাফুল ইসলাম মানিক, কৃষক লতিফুর রহমান ও নজরুল ইসলাম সহ পাথরঘাটা নদী পাড়ের দক্ষতিগ্রস্থ কৃষকরা। বক্তারা অভিযোগ করে বলেন, গড়েয়ার পাথরঘাটা একটি ঐতিহ্যবাহী নদী। এ নদীর প্রবাহিত পানি দিয়ে এলাকার কৃষকরা চাষাবাদ করতো। গড়েয়া বাজারে কখনো আগুন লাগলে ফায়ার সার্ভিসের লোকেরা এ নদী থেকেই পানি নিতো। কিন্তু দুঃখের বিষয় হলো এলাকার প্রভাবশালী ব্যক্তি রহিদুল ইসলাম এ নদী ভরাট করে সেখানে মার্কেট নির্মান করেছে। এতে করে নদী দিক পরিবর্তন করে একদিকে যেমন নদী পাড়ের কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে অন্যদিকে নদীটিও এখন মৃতপ্রায় হয়ে পরে রয়েছে। এলাকাবাসী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী পুনরায় খননের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here