ঠাকুরগাঁওয়ে আয়বর্ধকমূলক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

0
564
ঠাকুরগাঁওয়ে আয়বর্ধকমূলক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
ছবিঃ ঠাকুরগাঁও প্রতিনিধি।

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে যুব উন্নয়ন অধিদপ্তর এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এর আওতাধীন “আমার বাড়ি আমার খামার” প্রকল্পের যৌথ উদ্যোগে উপকার ভোগীদের আয়বর্ধকমূলক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ই মার্চ) সকালে ঠাকুরগাঁও যুব উন্নয়ন অধিদপ্তরে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

ঠাকুরগাঁও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর আফজাল হোসেন এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম। এসময় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী সোনিয়া সারদি রিনি উপস্থিত ছিলেন। আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী সোনিয়া সারদি রিনি জানান, আয়বর্ধকমূলক প্রশিক্ষণ কোর্সে ছাগল ও ভেরা পালনে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ কোর্সে সদর উপজেলার মোট ৪০ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং আমার বাড়ি আমার খামার প্রকল্পের বিভিন্ন কর্মকতা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here