ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণ

0
880
ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণ

খবর৭১ঃ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আদিবাসী ও হিন্দু সম্প্রদায় পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার ভানোর ইউনিয়নের কালী পূজা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারো প্রধান অতিথি হিসেবে এই বস্ত্র বিতরণ করেন ঠাকুরগাঁও দুই আসনের সাংসদ দবিরুল ইসলামের পুত্র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন।

বস্ত্রবিতরণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সুজন ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন,হরিপুর মুসলিম উদ্দিন সরকারী কলেজের অধ্যক্ষ শহিদুর রহমান,লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন,লাহিড়ী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যক্ষ দেলোয়ার হোসেন সিদ্দিকি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মাজহারুল ইসলাম সুজন। স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, প্রতিবছর উপজেলার ভানোর ইউনিয়নের ঐতিহ্যবাহী পাঁচ পাহাড় কালী পূজা উপলক্ষে আনন্দ মেলার আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। মেলা উপলক্ষে বিভিন্ন মানুষের পদচারনায় মন্দির প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here