ঠকেছেন সোনাক্ষী!

0
266

খবর ৭১ঃ অনলাইনে পছন্দের জিনিস কিনে ঠকেছেন এমন মানুষের সংখ্যা কম নয়। প্রতিদিনই কম খরচে বিক্রির নামে ঠকানো হচ্ছে ক্রেতাদের। সম্প্রতি একটি জনপ্রিয় অনলাইন সাইট থেকে প্রতারণার শিকার হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন ডট ইন নামে খ্যাতনামা সাইট থেকে একটি ব্র্যান্ডের হেডফোন অর্ডার করেন সোনাক্ষী। যার জন্য তিনি দিয়েছিলেন ১৮ হাজার টাকা। অর্ডার মতো একটি বাক্সবন্দী পার্সেল এসে হাজিরও হয় তার বাড়িতে। তবে মনের আনন্দে সোনাক্ষী যখন সেই পার্সেল খুললেন তখন তিনি যা দেখলেন, তা যে কেউ দেখলে চমকে যাবে।
নিজের টুইটার অ্যাকাউন্টে সোনাক্ষী কটাক্ষ করে লিখেন, বাক্স-বন্দী অবস্থায় একটি ভারি লোহার বাটখারা পাঠানো হয়েছে। আপনাদের মধ্যে কেউ ১৮ হাজার টাকা ব্যয়ে নতুন ঝকঝকে বাটখারার টুকরা কিনবেন? সমস্যা নেই, আমি বিক্রি করছি। অ্যামাজন নয়। কেনার আগে অবশ্যই খেয়াল করে নিন।’

ঘটনার পর পরই সরাসরি সাইটের পরিষেবা দপ্তরে ফোন করেন তিনি। কিন্তু এ ব্যাপারে তিনি কোনো সাহায্যই পাননি বলে অভিযোগ করে আরও একটি টুইট করেন এই অভিনেত্রী। ক্ষিপ্ত সোনাক্ষী এই ঘটনাকে একপ্রকার চুরি হিসেবেই আখ্যা দিয়েছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here