ট্রাম্প-রাশিয়া সংযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছেন রবার্ট মুলার

0
256

খবর৭১ঃ দীর্ঘ ২২ মাস ধরে তদন্ত চলছে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দেওয়ার ব্যাপারে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের ব্যাপারে। অবশেষে মার্কিন আইন প্রণেতা রবার্ট মুলার তার তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছেন।

রবার্ট মুলার হলেন মার্কিন অ্যাটর্নি এবং ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্তের ব্যাপারে বিশেষ পরামর্শদাতা।

গত শুক্রবারই সাবেক এফবিআই প্রধানের কাছ থেকে প্রতিবেদন জমা নিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তিনি জানিয়েছেন, শিগগিরই হয়তো তিনি মার্কিন আইন প্রণেতাদের জানাতে পারবেন, ওই প্রতিবেদনের ব্যাপারে মুলারের সর্বশেষ সিদ্ধান্ত কী।

জনগণের এখন জানার বিষয় হলো, এই তদন্তে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে অভিযোগের বিষয়ে ঠিক কী উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর তরফ থেকে ট্রাম্পের সহায়তার ব্যাপারে তদন্ত করেছেন মুলার। তবে বেআইনিভাবে ডোনাল্ড ট্রাম্প সেই তদন্তে বিভিন্ন সময়ে বাধা তৈরি করেছেন। তার পরেও তদন্ত কতটা সুষ্ঠু হতে পারে সে ব্যাপারেও শঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here