ট্রাম্পের সাবেক সহকারী জর্জ প্যাপাডোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড

0
305

খবর৭১:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহকারী জর্জ প্যাপাডোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত। মার্কিন তদন্ত সংস্থা এফবিআইকে মিথ্যা বলার অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি আদালত এই রায় দেয়।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তে প্যাপাডোপোলাসই হলেন প্রথম গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি যাকে সাজা দেয়া হলো।
আদালতের রায়ে তাকে কারাদণ্ড ছাড়াও ১২ মাসের শর্তাধীন মুক্তি, ২০০ ঘণ্টার কমিনিউটি সেবা ও ৯ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

এফবিআইকে মিথ্যা বলায় গত অক্টোবরে আদালতে দোষী সাব্যস্ত হন প্যাপাডোপোলাস। তিনি মস্কোর দুই সন্দেহভাজন প্রতিনিধির সঙ্গে বৈঠকের সময় নিয়ে মিথ্যা বলেছিলেন।

তিনি আদালতকে জানান, তার পুরো জীবন উত্থান-পতনে ঘুরপাক খেয়েছে। দ্বিতীয়বার সুযোগ পেলে জীবনে ছন্দ ফিরিয়ে আনবেন।

তিনি বলেন, এই তদন্তের একটি বৈশ্বিক প্রভাব রয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here