ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে কিম জং উন

0
340

খবর৭১: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে যোগ দিতে রোববার সিঙ্গাপুরে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

এয়ার চায়না ৭৪৭ ফ্লাইটে করে কিম জং উন সিঙ্গাপুরে পৌঁছেছেন বলে ফ্লাইট ট্রাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’ এর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছানোর পর কিম জং উনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃশনান স্বাগত জানান। এর পর টুইটারে কিমের সঙ্গে করমর্দনরত একটি ছবি পোস্ট করেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী।

একটি মার্সিডিজ-বেনজ লিমুজিনে চড়ে বিমানবন্দর ছাড়েন কিম জং উন। এ সময় তার বহরে ২০টিরও অধিক গাড়ি ছিল।

ভিভিয়ান বালাকৃশনান জানান, রোববার দিনের শেষে কিমের সঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লী সেইন লুংয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে কিমের সঙ্গে বৈঠকে যোগ দিতে কানাডা থেকে সিঙ্গাপুরে রওনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জি-সেভেন শীর্ষ সম্মেলন শেষে দিনের প্রথমভাগে ট্রাম্পকে নিয়ে এয়ারফোর্স ওয়ান রওনা করেছে।

সিঙ্গাপুর সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী লী সেইন লুং বৈঠক করবেন।

উল্লেখ্য, আগামী ১২ জুন সিঙ্গাপুরে সান্টোস দ্বীপে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন বৈঠকে মিলিত হবেন। এতে দুই নেতার মধ্যে কোরীয় উপদ্বীপের স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে আলোচনা হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here