ট্রাক্টর দিয়ে ঘরবাড়ি ভেঙ্গে মাটিতে মিশিয়ে দেয়ার অভিযোগ -চৌগাছায় হিন্দুদের উপর তান্ডবের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

0
304

চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় হিন্দু পরিবারের প্রতি ভূমি দস্যুদের তান্ডবের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকালে চৌগাছা ভাস্কার্য মোড়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, ক্ষতিগ্রস্থ্য পরিবারের গোবিন্দপাল, অশোক পাল, মিঠুন দাস, লবা দাস, সুশান্ত দাস, স্বপন দাস, অসিম দাস, তপন দাস, সোনা দাস, মধুমালা দাস, লক্ষিদাস, পুস্পারানী দাস, আন্নারানী দাস, কাকলী দাস প্রমুখ উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ভূমি দস্যু হিসাবে পরিচিত বিশেষ রাজনৈতিক দলের কর্মী আইন আলী গং গত ১৯ জানুয়ারী প্রকাশ্য দিবালকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রায় দু’শ লোক নিয়ে হিন্দু পল্লীতে হানা দেয়। এ সময় ভূমি দস্যুরা বাড়ির গৃহবধুসহ সকালের উপর অত্যাচার করে। এখানেই তারা খ্যান্ত হয়নি। তারা প্রতিটি বাড়িতে তান্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং ঘরে রাখা মালামাল লুট করে নিয়ে যায়। ভূমিদস্যুরা এ সময় ট্রাক্টর নিয়ে যেয়ে ভিটেবাড়ির উপর তা পরিচালনা করেন। আমরা এখন গৃহহীন হয়ে পড়েছি। এই জমি নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। তারা যদি এই জমির মালিক হয় তাহলে আদালতের মাধ্যমে আমাদের উচ্ছেদ করতে পারত। তা না করে সম্পূর্ণ সন্ত্রাসী ভুমিকায় অবতীর্ণ হয়ে তারা এই তান্ডব চালায়। উল্লেখ্য, স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামে যুগযুগ ধরে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বসাবাস করে আসছে। খ’ তফসিল বর্ণিত এই জমি স্থানীয় আইন আলী সরকারের কাছ থেকে নিজের করে নিয়েছে দাবি করে জমিতে বসবাসকারী হিন্দুদের উচ্ছেদ করতে নানা ষড়যন্ত্র করতে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারী সে দলবল বেধে ওই হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে তাদের বসতবাড়ি ভাংচুরের পাশাপাশি সেখানে ট্রাক্টর চালিয়ে সব কিছু মাটির সাথে মিশিয়ে দেয়। যার ক্ষতির পরিমান প্রায় ৮ লাখ টাকা বলে জানা গেছে। মানবন্ধনে বসত বাড়ি হারানো অসহায় হিন্দু পরিবার গুলো সেদিনের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here