টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধঃপতন

0
284

খবর ৭১:

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মাত্র আড়াই মাস আগে প্রথমবারের মতো আট নম্বরে উঠেছিল টাইগাররা।

সম্প্রতি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ের আট নম্বর জায়গা পুনরুদ্ধার করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে আর বাংলাদেশের জায়গা হয়েছে নয় নম্বরে।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর গত ১ মে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার আটে উঠেছিল বাংলাদেশ। এক সময়ের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ নেমে গিয়েছিল নয়ে।

বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল তখন ৭৫, ওয়েস্ট ইন্ডিজের ৬৭। পরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করার পর ক্যারিবিয়ানদের পয়েন্ট দাঁড়ায় ৭২।

আট নম্বর অবস্থান ধরে রাখতে হলে এই সিরিজ অন্তত ড্র করতে হতো বাংলাদেশকে। অ্যান্টিগায় প্রথম টেস্টে হারের পর জ্যামাইকায় জয় ছাড়া আর উপায় ছিল না। কিন্তু প্রথম টেস্টের পর দ্বিতীয়টিতেও বাংলাদেশ হেরেছে তিন দিনেই।

ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৭৭। বাংলাদেশের কমে হয়েছে ৬৭। পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজ তাই উঠে গেছে অনেকটাই ওপরে।

ওয়েস্ট ইন্ডিজ এর পরের সিরিজ খেলবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে। বাংলাদেশের পরের সিরিজের সম্ভাব্য প্রতিপক্ষ অক্টোবরে জিম্বাবুয়ে। নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here