টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করল মুশফিক

0
293

খবর৭১:বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। মি. ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান আজ শুক্রবার থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে এই মাইলফলকে পৌঁছান।

তার আগে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজারের গণ্ডি পার হয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। মুশফিকের সামনে তামিমকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে এই টেস্টেই।
এই টেস্টের আগে ৬৫ ম্যাচের ১২২ ইনিংসে ৩৯৯২ রান ছিল মুশফিকের। সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায়ে সবার ওপরে আছেন ৫৬ ম্যাচের ১০৮ ইনিংসে ৪০৪৯ রান করা তামিম ইকবাল। মুশফিকের রান এখন ৪০০৬। অর্থাৎ আর ৪৪ রান করতে পারলেই ঢাকা টেস্টে তিনি তামিমকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন ‘মি. ডিপেন্ডেবল’। তবে প্রথম ইনিংসে সেটি হলো না। কারণ ব্যক্তিগত ১৪ রানে তিনি বোল্ড হয়ে গেছেন শেমরন লুইসের বলে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here