টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন রানের লজ্জা

0
282
bdj

খবর ৭১ঃ ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা হলো লজ্জার। প্রথম ইনিংসে টসে হেরে স্বাগতিকদের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানেই গুটিয়ে গেলো টাইগাররা। এর আগে, টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে সর্বনিম্ন স্কোর ছিল ৬২ রান। ২০০৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫ ওভার ২ বলে অল আউট হয়েছিলো মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন টাইগার বাহিনী।

বুধবার রাতে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাট করতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। টস জিতে প্রথমেই টাইগারদের ব্যাট করতে পাঠান স্বাগতিকরা।

এদিন ওপেনার তামিম ইকবাল এবং মুমিনুল হক সতর্কভাবে রানের খাতা খুলার সুযোগ পেলেও শূন্য রানে সাজঘরে  ফিরেছেন মুশফিকুর রহিম, অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

চতুর্থ ওভারের পঞ্চম বলে দলের হয়ে প্রথম উইকেটটি নেন রোচ। ১৩ বলে ৪ রান করে বাম-হাতি ব্যাটসম্যান তামিম ইকবাল উইকেট কিপার শেন ডরউইচের তালুবন্দি হন।

বাংলাদেশের দলীয় ১৮ রানের মাথায় মাত্র ব্যক্তিগত ৬ রান খরচ করে তুলে নেন পাঁচটি উইকেট। ফিরিয়ে দেন মুমিনুল হক (৩ বলে ১ রান), মুশফিকুর রহিম (২ বলে ০ রান), সাকিব আল হাসান (২ বলে ০ রান), মাহমুদুল্লাহ রিয়াদকে ( (১ বলে ০ রান)।

উইকেট নেয়ার মিছিলে যোগ দেন আরেক পেসার মিগুয়েল কমিংসও। ড্রেসিংরুমে পাঠান ১০ বলে ৪ রান করা নুরুল হাসান সোহান ও ৮ বলে ১ রান করা মেহেদী হাসান মিরাজকে।

২৭ বছর বয়সী এই বোলার ফিরিয়ে দেন প্রথম থেকে লড়াই করতে থাকা লিটনকেও। ৫৩ বল খেলে ২ চারের মাধ্যমে ২৫ রান করেন এই ওপেনার।

এদিকে ৩ বল খেলে কোনো রান করতে না পারা টেলএন্ডার কামরুল হাসান রাব্বির উইকেট তুলে নেন হোল্ডার। এছাড়া ৭ বলে ২ রান করা অভিষিক্ত আবু জায়েদকেও আউট করেন ক্যারাবিয়ান দলপতি।

এতে মাত্র ১৮ ওভার ৪ বল খেলে মাত্র ৪৩ রানে সবকটি উইকেট হারিয়ে ফিরে যায় সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটস দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ (সহ অধিনায়ক), নুরুল হাসান (উইকেট রক্ষক), মেহেদি মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ, কামরুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেগ ব্রাফেট, ডেভন স্মিথ, কাউরান পাওয়েল, শাই হোপ, রোস্টন চেইজ, শেন ডাউরিচ (উইকেট রক্ষক), জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, কেমার রোচ, মিগুয়েল কামিন্স, শ্যানন গ্যাব্রিয়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here