টেস্টে চার হাজার রানের ক্লাবে তামিম ইকবাল

0
329

খবর ৭১: অবশেষে দুই ইনিংসেই ব্যর্থতার ষোলো কলা পূরণ করেছেন তামিম। বিভীষিকাময় অ্যান্টিগুয়া টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৪ রান। যে ইনিংসে বাংলাদেশ অল আউট হয় ৪৩ রানে। এরপর দ্বিতীয় ইনংসেও বাংলাদেশ হাঁটছে একই পথে।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে ৬২ রান তুলতে টাইগাররা হারিয়েছে ৬ উইকেট। সেখানে ১৩ রান করে তামিম ইকবালই প্রথম ক্যারিবিয় বোলারদের শিকার। তবে আউট হওয়ার আগে দারুণ এক মাইল ফলক গড়েছেন তিনি। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪ হাজার রান পূরণ করেছেন এই বাঁ-হাতি।

নিজের ৫৫তম টেস্টে এই মাইলফলকে পা দিলেন তামিম। ৫৪ ম্যাচে ৩৯৮৫ রান নিয়ে অ্যান্টিগা টেস্ট খেলতে নেমেছিলেন তামিম। মাইফফলক গড়তে ১৫ রান দূরে ছিলেন। দুই ইনিংস মিলে করলেন ১৭ রান (৪+১৩)। ৫৫ টেস্টে তামিমের সংগ্রহ এখন ৪০০২ রান।

২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক তামিমের। আগের বছর ক্যারিবিয় বিশ্বকাপের ঠিক আগে অভিষেক হয় ওয়ানডেতে। তবে শুরুতে সীমিত ওভারের ক্রিকেটের জন্যই শুধু বিবেচিত হয়েছেন। পরে টেস্টে নিজের অভিষেক সিরিজ থেকেই নিজেকে প্রমাণ করেছেন। তিন ফরম্যাটেই দেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম।

৫৫ টেস্টে ১০৬ ইনিংসে ৪০০২ রান করেছেন তামিম। গড় ৩৮.১১। সর্বোচ্চ ২০৬ রান। ৮টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ২৫টি ফিফটি। ৩৬৪৪ রান নিয়ে টেস্টে তামিমের পরের অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ৩৬০৬ রান নিয়ে সাকিব আল হাসন তৃতীয় স্থানে। ৩০২৬ রান নিয়ে হাবিবুল বাশারের অবস্থান চতুর্থ। আর কোনো ব্যাটম্যান তিন হাজারী ক্লাবেও প্রবেশ করতে পারেননি।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here