টিচার্স ট্রেনিং কলেজে তিনব্যাপী বিজ্ঞানমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ বিজ্ঞান চর্চায় নিয়োজিতরাই

0
380

মো. আব্দুল বাছিত
সিফডিয়া, সিলেট:মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর মহাপরিচালক প্রফেসর মো. মাহাবুবুর রহমান বলেছেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা বিজ্ঞানের চর্চায় নিজেদেরকে নিয়োজিত রাখবে তারাই পৃথিবীকে নেতৃত্ব দিবে। বিজ্ঞানের অগ্রযাত্রায় তোমরাও অংশীদার হবে এটাই প্রত্যাশা করি। লক্ষ্য স্থির করে পড়ালেখার মাধ্যমে নিজেদেরকে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বিজ্ঞানকে মানবকল্যাণে ব্যবহার করার মানসিকতা নিয়ে কাজ করলে তোমরা তোমাদের সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে।
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট-এর উদ্যোগে সেন্টার অব এক্সেলেন্স ইন সায়েন্স-এর অধীনে ৩ দিন ব্যাপী বিজ্ঞানমেলার সমাপনী দিনে স্টল পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। গতকাল শনিবার টিচার্স ট্রেনিং কলেজে পরিদর্শনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জহির উদ্দিন বাবর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল-এর পরিচালক প্রফেসর মো. হারুনুর রশীদ, কলেজ অধ্যক্ষ প্রফেসর মিসবাহুদ্দীন আহমেদ, উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবর।
এর পরে কলেজ হলরুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলেজ উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মিসবাহুদ্দীন আহমেদ।
বিজ্ঞানমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও সহকারী ড. মো. দিদার চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নিরঞ্জন চন্দ্র ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক বিধান চক্রবর্তী। অনুষ্ঠানে বিজ্ঞানমেলায় অংশগ্রহণকারীদের অনুষ্ঠিত বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞানমেলায় প্রথম স্থান অধিকার করে বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, তৃতীয় আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, চতুর্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ,পঞ্চম গোবিন্দগঞ্জ এম এল উচ্চ বিদ্যালয়, ছাতক, ষষ্ট ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার, সপ্তম সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, লাক্কাতুড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ বিজ্ঞানমেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের হাতে সার্টিফিকেট প্রদানসহ প্রথম থেকে সপ্তম স্থান অধিকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here