টাকায় লেখালেখি, সিল, স্ট্যাপল পিন ব্যবহার না করার নির্দেশ

0
563
টাকায় লেখালেখি, সিল, স্ট্যাপল পিন ব্যবহার না করার নির্দেশ

খবর৭১ঃ বাজারে প্রচলিত বিভিন্ন নোটের ওপর কোনো সিল দেয়া বা লেখালেখি করা যাবে না। একই সঙ্গে নোট ব্যান্ডিং করতে স্ট্যাপলিং করা যাবে না। পলিমারযুক্ত পুরু কাগজ দিয়ে নোট ব্যান্ডিং করতে হবে।বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদেরকে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, বাজারে প্রচলিত বিভিন্ন মানের নোট ব্যান্ডিং করার সময় এর ওপর ব্যাংকগুলো থেকে সিল দেয়া হয় এবং নানা ধরনের সাইন পেন দিয়ে বিভিন্ন তথ্য লেখা হয়। যা প্রচলিত নীতিমালার লংঘন। এতে নোটের স্থায়ীত্ব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। নোটগুলো ময়লাযুক্ত হয়ে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে ব্যাংকগুলোকে বিরত থাকার জন্য আগে নির্দেশনা দেয়া হয়েছে। এসব নির্দেশনা ব্যাংকগুলো মানছে না। এগুলো এখন থেকে মেনে চলার জন্য নির্দেশ দেয়া হয়েছে সার্কুলারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here