টাইগারদের আজ দ্বিতীয় ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন

0
367

খবর৭১:তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে রশিদ খানের আফগানিস্তান। টাইগারদের ৪৫ রানের বিশাল এই হার নিয়ে চলছে বিশ্লেষণ। তাই সিরিজ বাঁচানোর ম্যাচে মঙ্গলবার (৫ জুন) ভারতের দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট মাঠে সাকিব বাহিনী মুখোমুখি হবে সিরিজে ০-১ ব্যবধ্যানে এগিয়ে থাকা আফগানদের। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে অনেককে ব্যর্থ হতে দেখা গেছে। ফলে আজ দ্বিতীয় ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। প্রথমে বাংলাদেশ খেলিয়েছিল তিন পেসার। আজকের ম্যাসে সেই সংখ্যা কমতে পারে। উইকেটে সুবিধা পেতে বাড়তি স্পিনার হিসেবে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।

মিরাজকে জায়গা করে দিতে বাদ পড়তে পারেন আবুল হোসেন রাজু। আরেক পেসার আবু জায়েদ রাহীর জায়গায় ফিরতে পারেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। এ ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে মাঠে নামতে পারেন সৌম্য সরকার।

বাংলাদেশের একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here