টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
420

খবর ৭১: এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ভারত অধিনায়ক রোহিত শর্মা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে বিনা উইকেটে ২৫ রান।

দুবাইয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে বাংলাদেশের একাদশে পরিবর্তন একটি। ব্যাটসম্যান মুমিনুলকে বসিয়ে বোলিংয়ে শক্তি বাড়াতে স্পিনার নাজমুল ইসলামকে একাদশে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তিন পেসার- মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের সঙ্গে রয়েছেন দুই স্পিনার- মেহেদী হাসান মিরাজ ও নাজমুল।

ভারতের একাদশে পরিবর্তন বেশ কয়েকটি। আফগানিস্তানের বিপক্ষে বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিল তারা। এশিয়া কাপের ফাইনালে ফিরেছেন রোহিত, শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রিৎ বুমরাহ।

ভারতের বিপক্ষেই আগেরবার স্বপ্নভঙ্গের বেদনায় নীল হয়েছিল টাইগাররা। এবারও তাদের সামনেই বাংলাদেশ। ঝড়-ঝঞ্ঝার এশিয়া কাপের এই আসরেও স্বপ্নপূরণের শেষ ধাপে চলে এসেছে মাশরাফিরা। শিরোপা নির্ধারণের মঞ্চটাও অচেনা নয়। দুবাইয়ের এই ভেন্যুতেই উদ্বোধনী ম্যাচ জয়ে রাঙিয়েছিল। এখানেই এশিয়া কাপের প্রথম শিরোপা ছোঁয়ার মিশনে নেমে সফল হতে চায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিৎ বুমরাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here