টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

0
334

খবর ৭১: আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রীলঙ্কা বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সকাল সাড়ে নয়টায় শুরু হওয়া এই ম্যাচে সফরকারী দল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, এর আগে দুই দলের মধ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে।

গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর সাকিব আল হাসান টেস্ট সিরিজে খেলতে পারছেন না। সাকিবকে নিয়ে বুধবার মাহমুদুল্লাহ বলেন, আসলে সাকিবের অভাব পুরণ করাটা আমাদের পুরো টিমের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সে আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। ওয়ার্ল্ড ক্লাস বোলার ও ব্যাটসম্যান। সবদিক থেকেই সে এগিয়ে। কিন্তু আমাদের যে স্পিন অ্যাটাক আছে হয়তো তাদের দিয়ে আমরা সাকিবের অভাব পূরণ করতে পারব।

উল্লেখ্য, প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাতশ’র বেশি রান করেও জয়ের স্বাদ নিতে পারেনি শ্রীলঙ্কা। অভিজ্ঞ দল নিয়ে ঢাকা টেস্টে প্রতিশোধ নয় বরং প্রতিযোগিতামূলক লড়াইয়ের কথা জানিয়ে চান্ডিমাল বলেন, আমরা কোনও দল থেকে প্রতিশোধ নিতে চাই না। আমাদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হবে। ওটাই আমাদের আসল লক্ষ্য। ভালো ক্রিকেট খেললে ফলাফল আপনার পক্ষে আসবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here