টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0
453

খবর ৭১: চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ নিশ্চিত করতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত স্বাগতিকদের। আজকে কোনও পরিবর্তন আনেনি মাশরাফিরা। তার মানে রুবেল হোসেন আজকেও ম্যাচের বাইরে। অপর দিকে জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন। আরভিনের জায়গায় দলে আজ এলটন চিগুম্বুরা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৯ওভার শেষে এক উইকেট হারিয়ে ৪২ রান।

তবে প্রথম ম্যাচে ২৮ রানের সহজ জয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টিম বাংলাদেশ। মিরপুরে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ইমরুল কায়েসও দারুণ আত্মবিশ্বাসী। তাই মাশরাফি মুর্তজার নেতৃত্বে আরেকটি সাফল্য পেতে উদগ্রীব দল। এই ম্যাচ দিয়ে দুই বছর পর বন্দরনগরীতে ফিরছে ওয়ানডে ক্রিকেট। চট্টগ্রামবাসী তাই ম্যাচটির জন্য অধীর অপেক্ষায়। তবে এবারই প্রথম সেখানে কোনও চট্টগ্রামের ক্রিকেটারকে ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।

২০১৬ সালের ১২ অক্টোবর সর্বশেষ ওয়ানডে আয়োজন করা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের সাফল্যের হার বেশি। আগের ১৭টি ম্যাচের ১০টিতে টাইগাররা জিতেছে, হেরেছে বাকি ৭টি। এখানে জিম্বাবুয়ের বিপক্ষে আগের পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে স্বাগতিকরা। আরেকটি পরিসংখ্যান বাংলাদেশকে উজ্জীবিত করতে পারে, এই মাঠে টাইগারদের সর্বোচ্চ ২৮১ রান জিম্বাবুয়ের বিপক্ষেই।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস ঝুয়াও, এলটন চিগুম্বুরা, ব্র্যান্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here