টঙ্গীতে ট্রেন দুর্ঘটনা: হতাহতদের সহায়তার আশ্বাস রেলমন্ত্রীর

0
250

খবর৭১: গাজীপুরের টঙ্গীতে ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

তিনি বলেন, ‘আহতদের সব ধরনের চিকিৎসা সরকারি খরচে হবে। এবং হতাহতদের আর্তিক সহায়তা দিবে সরকার।’

রবিবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে এসে তিনি এসব কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ‘আহতদের চিকিৎসা খরচ সরকার বহন করবে। তাদের চিকিৎসার জন্য যা যা করা দরকার, তা করা হবে। নিহতদের পরিবারকে অর্থ প্রদান করা হবে।’

আহতরা হলেন, মো. শরিফ হোসেন (২৮), রিকশাচালক ইস্রাফিল (১৩), রিকশাচালক মো. বাদল (২৮), রিকশাচালক আলমঙ্গীর হোসেন (২৩) ওয়াসা কর্মচারী মো. সবুজ (৪০), টেক্সটাইল মিল কর্মচারী মো. বাদল মিয়া (৫০) ও মোফাজ্জল হোসেন (৪৮)।
আহতদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। দু’জন এখনও হাসপাতালে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন ঢামেকের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন।

এর আগে রবিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী রেলস্টেশনে লাইনচ্যুত হয়ে তিনটি বগি দুর্ঘটনা কবলিত হয়। এ ঘটনায় ছাদ থেকে পড়ে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এছাড়া ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। নিহতরা হলেন, আমির উদ্দিন (৩৫), মো, খোকন (৪০), শাহদাদ হোসেন (৩৫) ও অন্যজনের নাম জানা যায়নি।

এঘটনায় আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতাল, ঢামেক ও পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here