ঝড়ে ভেঙে পড়ল তাজমহলের মিনার

0
368

খবর৭১:ভারতের আগ্রায় বুধবার সন্ধ্যায় দমকা হাওয়াসহ ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে একটি ঝড় বয়ে গেছে। এতে তাজমহলের প্রবেশদ্বারের একটি মিনার ভেঙে পড়েছে।

ঝড়ে তাজমহলের দক্ষিণ দিকের রাজকীয় প্রবেশদ্বারের পাথরের একটি মিনার ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েকটি সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাজমহলের দক্ষিণ গেটের একটি মিনার ভেঙে পড়ে। এ ছাড়া একটি ছোট সাদা গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়া মিনারটির উচ্চতা ১২ ফুট। এই মিনারের সঙ্গে ধাতুর তৈরি কারুকার্য খচিত একটি শীর্ষও ছিল। মিনারটি দরওজা-ই-রওজা নামে পরিচিত। এটি প্রধান প্রবেশদ্বারের একটি অংশ। এই প্রবেশদ্বারটি দিয়েই পর্যটকরা তাজমহলের রূপ প্রথম দেখতে পান। এটি সপ্তদশ শতকে মোগল আমলে তৈরি হয়েছিল।

দরজা-ই-রওজা একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি। এটি প্রধানত মার্বেল পাথরের তৈরি। এর নকশায় প্রথম দিকের মোগল সম্রাটদের স্থাপত্যকীর্তির ছাপ পাওয়া যায়।

জানা গেছে, বুধবার আগ্রা ও এর আশপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া ওই ঝড়ে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। এতে পাঁচ জন নিহত হয়েছেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here