ঝুঁকিপূর্ন জেলা রেজিষ্ট্রার অফিস ভবন পরিদর্শন ও সংযোগ সড়ক উদ্বোধন

0
246

বাগেরহাট প্রতিনিধিঃ
পরিত্যাক্ত ভবনে চলছে বাগেরহাট জেলা রেজিষ্টার অফিসের কার্যক্রম। জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন অফিস কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকরা। এই ঝুকিপূর্ন ভবনটি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। বুধবার দুপুরে তিনি ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এরআগে তিনি ওই ভবনে যাতায়াতের জন্য নবনির্মিত সংযোগ সড়কের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা সাব রেজিষ্ট্রার মো. নুরুল আমিন, দলিল লেখক সমিতির সভাপতি শেখ ইয়ার আলী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, মো. আব্দুল হান্নান প্রমুখ।
এমপি বলেন, গুরুত্বপূর্ন এই ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মানের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে সমাধান করা হবে। ভবনটির ভগ্নদশায় প্রায় ২০ বছর ধরে চলে আসছে গুরুত্বপুর্ন জমিজমা সংক্রান্ত কার্যক্রম। বর্তমানে ভবনটিতে আরও বড় বড় ফাটল, পলেস্তার খসে পড়া সহ নানা সমস্যা নিয়ে কর্মকর্তারা হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। রাজস্ব খাত, দলিল লেখকসহ সব মিলিয়ে নিয়মিত দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়মিত জীবনের ঝুকি নিয়ে অফিস করেন এ ভবনে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here