ঝুঁকিপূর্ণ বহুতল ভবন চিহ্নিতে নেমেছে রাজউকের ২৪টি টিম

0
232

খবর ৭১ : রাজধানীতে অগ্নি নির্বাপণবিহীন ও অপরিকল্পিতভাবে গড়ে তোলা সকল বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান শুরু করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রবিবার সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। এ অভিযান একটানা ১৫দিন পর্যন্ত চলবে বলে রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান জানিয়েছেন।

একইসঙ্গে এসব ভবনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর হলে প্রয়োজনে ভবনটি সিলগালা করে দেয়ারও পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি। তবে প্রাথমিকভাবে রাজধানীতে ১৯৯৬ সালের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী যেসব বহুতল ভবন নির্মাণ করা হয়েছে শুধুমাত্র সেসব ভবনের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করা হবে বলে রাজউক সূত্রে জানা গেছে। পরবর্তীতে এর ২০০৮ সালের ইমারত বিধিমালা অনুযায়ী নির্মিত সকল ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। রাজউকের আইন না মেনে গড়ে তোলা সকল বহুতল ভবন খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া আইনের ব্যত্যয় করা সকল ভবনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে রাজউক। বৃহস্পতিবার বনানীর এফ আর (ফারুক-রুপায়ন) টাওয়ারে অগ্নিকা-ের পর রাজধানীর সকল বহুতল ভবন কতটা নিরাপদ তা বের করতে রাজউক এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বলে রাজউক সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here