ঝিনাইদহে ৫ শিক্ষার্থী বহিস্কার, ১০ শিক্ষকের দ্বায়িত্ব থেকে অব্যাহতি

0
184

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় এইচ এস সি ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিস্কার ও দ্বায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে শৈলকুপার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্রে এ আদেশ দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি।
আদালত সুত্রে জানা যায়, শনিবার সারা দেশের ন্যায় ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হয় এইচ এস সি ইংরেজি ২য় পত্র পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময়ে শৈলকুপার জরিপ বিশ্বাস কলেজ ও আদিল উদ্দিন বিশ্বাস কেন্দ্র থেকে অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিস্কার ও দ্বায়িত্বে অবহেলার কারণে ১০ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম লিংকন জানান, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের এক পরীক্ষার্থীকে অসাদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here