ঝিনাইদহে ব্যস্ত পাখাপল্লীর কারিগররা

0
243

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি :
কয়েক দিন ধরে ভীষণ গরমে জনজীবন অতিষ্ঠ।
অসহ্য এ গরমে প্রশান্তির ছোঁয়া দিতে এখনো
গ্রাম বাংলায় হাতে হাতে ব্যবহৃত হয় তাল পাখা। সেই
তালপাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছে
ঝিনাইদহের কালীগঞ্জের পাখাপল্লীর কারিগররা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কোলা ও
রায়গ্রাম ইউনিয়নের দুলালমুন্দিয়া গ্রামের দুই
শতাধিক পরিবার এ কাজে ব্যস্ত। তাদের আয়ের
একমাত্র উপার্জনই হচ্ছে তালপাখা তৈরি। পাখা
তৈরির পর সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি
করে তারা অনেকটাই স্বাবলম্বী। তাদের মধ্যে কেউ
পাতা কেটে সাইজ করছে, কেউ সেলাই করছে, কেউ
আবার সুতা ও বাঁশের শলায় রং করছে। কেউ বাঁধছে
পাখার বোঝা। কাজের ব্যস্ততায় শরীরের ঘাম
মাটিতে পড়লেও নিজেদের তৈরি পাখার বাতাস
নেওয়ার সময় নেই তাদের। গরমের মৌসুম এলেই
কারিগরদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ।
এখানকার তৈরি পাখা ঝিনাইদহ জেলা ছাড়াও
চুয়াডাঙ্গা, মাগুরা, আলমডাঙ্গাসহ দেশের বিভিন্ন
জেলায় সরবরাহ করা হয়।
কোলা ইউনিয়নের পারিয়াট গ্রামের সলেমত
মালিথার ছেলে আব্দুর রাজ্জাক জানান, তাঁদের
পরিবার ২০ থেকে ২৫ বছর ধরে পাখা তৈরি করছে।
এ ছাড়া তাঁদের গ্রামের শতাধিক পরিবার এ পেশায়
জড়িত। ওই সব বাড়ির বয়স্ক নারী-পুরুষের
পাশাপাশি ছোট ছেলে-মেয়েরাও পাখা তৈরি করতে
পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here