ঝিনাইদহে বাল্য বিয়ে বন্ধ পিতার জরিমানা

0
792

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বড়কামারকুন্ডু গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। শুক্রবার বিকালে ঝিনাইদহ সদর থানার এসিল্যান্ড ফাতেমা তুজ জোহরা বিয়ে বাড়ি উপস্থিত হয়ে এই বাল্য বিয়ে বন্ধ করেন।
এ সময় মেয়ের পিতা আলমগীর হোসেনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ্জ জোহরা জানান, তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলামের নির্দেশক্রমে কালীচরণপুর ইউনিয়নের বড় কামারকুন্ডু গ্রামে ছুটে যান। সেখানে ইন্টারমিডিয়েট ফাস্ট ইয়ারে পড়া একটি মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছিল। মেয়েটির ২০০৩ সালে জন্ম। এখনো তার বিয়ের বয়স হয়নি। অথচ তাকে ঝিনাইদহ শহরের ৩ নং পানির ট্যাংকি পাড়ায় বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর আওতায় পিতা আলমগীর হোসেনকে জরিমানা করা হয়। এ সময় পিতাসহ দুইজন অভিবাবকদের নিকট থেকে এই মর্মে মুচলেকা নেয়া হয় যে ভবিষ্যতে তারা আর কখনো বাল্য বিয়ে দিতে উদ্যত হবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here