ঝিনাইগাতীতে ধান সংগ্রহে লটারীর মাধ্যমে ১৬ শ’ কৃষকের ভাগ্য নির্ধারণ

0
437
ঝিনাইগাতীতে ধান সংগ্রহে লটারীর মাধ্যমে ১৬ শ’ কৃষকের ভাগ্য নির্ধারণ

শেরপুর থেকে আবু হানিফ :
শেরপুরের ঝিনাইগাতীতে ধান সংগ্রহ অভিযানে উন্মুক্ত লটারির মাধ্যমে ১৬শ’ কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। ১৮ মে সোমবার দুপুরে উপজেলা প্রশাসন, উপজেলা খাদ্য ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকে আয়োজিত এ লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম। উপজেল নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে উন্মুক্ত লটারিতে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবির। এ লটারিতে উপজেলার ১১হাজার কৃষক অংশ গ্রহন করেন। তন্মধ্যে ১৬০২ জন কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। প্রতিজন কৃষকের কাছ থেকে দেড় মেট্রিক টন করে মোট ২ হাজার ৪০৩ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here