ঝালকাঠিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৩ জন কে ১ বছরের দন্ড

0
355

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যান আদালত।
দন্ডিতরা হলেন, পরীক্ষার্থী মনিষা বিশ্বাস তার স্বামী অসীম বিশ্বাস এবং বড়ভাই কিশোর দেউড়ি। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় তাদের শহরতলীর কীর্ত্তিপাশা মোড় থেকে গোপন সংবাদে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত জানায়, এরা মোবাইল ফোনের মাধ্যমে উত্তরপত্র কাগজে লিখছিলো। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার প্রত্যেকে ১ বছর করে কারাদন্ডের সাজা দেয়। দন্ডিতদের সবার বাড়ি জেলার রাজাপুর উপজেলায়। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের চেস্টায় জড়িত থাকার অভিযোগে আরও তিনজনকে পুলিশ আটক করে থানায় এনেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here