ঝালকাঠিতে ধান সংগ্রহে অনিয়ম কৃষকদের মাঝে হতাশা ও ক্ষোভ

0
400

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার নির্দেশনা থাকার পরও বিলম্বে শুরু হয়েছে ধান সংগ্রহ অভিযান এবং সরকারি গুদামে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকদের বঞ্চিত করে গোপন সমঝোতার মাধ্যমে কালোবাজারীদের কাছ থেকে ধান কিনে গুদামজাত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঝালকাঠি সদর উপজেলার কৃষকরা। এ ঘটনায় কৃষকদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

কৃষকরা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিরা গতকাল কালোবাজারীদের কাছ থেকে ছয় টন ধান গুদামে এনে রেখেছেন। কিন্তু প্রকৃত কৃষকের কাছ থেকে তারা ধান সংগ্রহ করেননি। আজ বুধবার সকাল থেকে প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ধান দিতে পারছেন না তারা।

খাদ্য বিভাগের তথ্য মতে, ঝালকাঠি জেলার ৪ উপজেলায় এবছর ১০৪০ টাকা মণ দরে ৩২১ মেট্রিক টন ধান সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুস সালাম জানান, কৃষি অফিসের তালিকা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে। তিনি কালোবাজারীদের কাছ থেকে ধান কেনার কথা অস্বীকার করেন।

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here