জয়পুরহাটে ১ লাখ ২৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে!

0
230

এম এম আতাউর রহমান (জীবন),জয়পুরহাট প্রতিনিধিঃ

ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করে। তাই সস্পুরক খাদ্য হিসাবে বছরে দুই বার ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হয়। আর এটি খাওয়ানোর পর কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়না।”
আগামি ১৪জুলাই জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষ্যে জয়পুরহাটে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নার্সিং ইনষ্টিটিউট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল, নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ নাজমা বেগম, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায়, প্রেসক্লাব সভাপতি মোস্তাকিম ফাররোখ প্রমুখ।
আগামী ১৪জুলাই ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে জেলার পাঁচটি উপজেলায় ৮২৯ কেন্দ্রের মাধ্যমে ১লাখ ২৩ হাজার ৬৪৬জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর এ কাজে নিয়োজিত থাকবেন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যান সহকারী, সেচ্ছাসেবী সহ মোট ২ হাজার ৫৭ জন কর্মী।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here