জয়পুরহাটে সংঘর্ষে ২ আ’লীগকর্মী নিহত

0
416

খবর৭১ঃজয়পুরহাটে কালাই উপজেলায় দুপক্ষের সংঘর্ষে দুই আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার রাতে কালাই উপজেলার মুসলিমগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আফতাব সরকার (৫০) প্রনথ ইউনিয়নের মোল্লাপাড়ার মৃত সাত্তার সরকারের ছেলে ও রতন (৪৫) উপজেলার মহিশ্যাপাড়া এলাকার মৃত চারু মহন্তের ছেলে।

স্থানীয়রা জানান, কালাই উপজেলার সদ্য নির্বাচিত চেয়ারম্যান মিনফুজুর রহমানের সঙ্গে একই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলীর বিরোধ চলছিল।

এ নিয়ে শনিবার রাতে উদয়পুরের মসলিনগঞ্জ বাজারে ওয়াজেদ আলীর সমর্থকদের সঙ্গে মিনফুজুরের সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ৩২ জন আহত হন।

পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফতাবের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান রতন। নিহতরা মিনফুজুরের সমর্থক ছিলেন।

কালাই থানার ওসি আবদুল লতিফ খান জানান, আহতরা গোপনে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here