জয়পুরহাটে মৎস্য খাতে ৬ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প বাস্তবায়ন

0
353

খবর৭১:মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলার মৎস্য সম্পদের উন্নয়নে জেলা মৎস্য বিভাগ ৫ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে।
জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১৭ লাখ টাকা ব্যয়ে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ৯৪ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প, ৯৯ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প, ৩ কোটি ৩২ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে মৎস্যবীজ ও পোণা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উন্নয়ন প্রকল্প ও মৎস্যখাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রকল্পখাতে ৩৫ লাখ ৯৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
সূত্র জানায়, আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বিগত নয় বছরে জেলায় মৎস্য খাতের উন্নয়নে ওই সব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল মিয়া বলেন,
মৎস্যজীবীদের উন্নয়নের কথা চিন্তা করে বর্তমান সরকার পরিচয়পত্র প্রদানসহ জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here