জয়পুরহাটে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা।

0
266

এম এম আতাউর রহমান (জীবন),জয়পুরহাটঃ

“মায়ের পুষ্টিই শিশুর পুষ্টি। তাই একটু সচেতন হলে মা ও শিশু মৃত্যুর হার অনেকটায় কমানো সম্ভব।” জয়পুরহাটে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওয়ায় স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদ হল রুমে জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য অধিদপ্তরের শিশু বিষয়ক কনসালটেন্ট ডা. মনিরুজ্জামান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রহিম, বম্বু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা সামসুল আলম প্রমুখ। উক্ত কর্মশালায় শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here