জ্বালানি তেলের ওপর শুল্ক বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে এক নারী বিক্ষোভকারী নিহত

0
277

খবর৭১: জ্বালানি তেলের ওপর শুল্ক বাড়ানোর প্রতিবাদে ফ্রান্সে এক নারী বিক্ষোভকারী নিহতের খবর পাওয়া গেছে। বিক্ষোভে ২ লাখ ৮০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) রাস্তায় বিক্ষোভ চলাকালে এক গাড়িচালক বিক্ষোভকারীদের ওপর গাড়ি তুলে দিলে ওই নারী বিক্ষোভকারী নিহত হন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এতে ২২৭ জন আহত হয়েছেন এবং ৫২ জনকে আটক করা হয়েছে।

বাড়তি শুল্ক আরোপের ফলে দেশটিতে এ বছর বহুল ব্যবহৃত ডিজেলের দাম ২৩ শতাংশ বেড়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, বেশিরভাগ বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কিছু কিছু জায়গায় গাড়িচালকরা বিরক্ত হয়ে জোর করে গাড়ি চালাতে গেলে হতাহতের ঘটনাগুলো ঘটে।

সম্প্রতি পরিবেশবাদিতার অবস্থান থেকে ডিজেলের দাম বাড়ানোসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁর পদত্যাগও দাবি করেছেন বিক্ষোভকারীরা।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here