জোট শরিকদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক রাতে

0
360

খবর৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের তারিখ ঘোষণার পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর এবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রবিবার রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া ঢাকাটাইমসকে এ তথ্য জানিয়েছেন। বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

তবে ধারণা করা হচ্ছে জোটের বৈঠকে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া রায়ে সাজা হলে জোটের করণীয় কী হবে সে বিষয়েও আলোচনা করা হবে বলে জানা গেছে।

গতকাল রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে খালেদা জিয়াকে মামলায় সাজা দিয়ে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র হলে সেই নির্বাচনে অংশ না নেয়ার ব্যাপারে শীর্ষ নেতারা একমত পোষণ করেছেন বলে জানা গেছে। আগামী ১ ফেব্রুয়ারি আবারো দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বসবেন বিএনপির প্রধান।

এছাড়া রায়কে ঘিরে পরবর্তী করণীয় এবং কেন্দ্রীয় নেতাদের প্রতি দিকনির্দেশনা দিতে আগামী ৮ ফেব্রুয়ারি দলের জাতীয় নির্বাহী কমিটির সভা ডাকার চিন্তা করেছেন বিএনপি চেয়ারপারসন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here