জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন,বিক্ষোভের প্রস্তুতি ফিলিস্তিনিরা

0
259

খবর৭১:আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তার মাধ্যমে জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন করবেন। এদিকে, জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধনকে ঘিরে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে ফিলিস্তিনিরা।

ইতোমধ্যে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প ও জামাতা জার্ড কুশনার উদ্বোধন অনুষ্ঠানে ট্রাম্পের প্রতিনিধিত্ব করতে ইসরায়েলে পৌঁছেছেন।

ইসরায়েল মার্কিন দূতাবাসের উদ্বোধনকে ঘিরে গাজা উপত্যকার সীমান্তে সেনা সংখ্যা দ্বিগুণ করেছে। অতিরিক্ত দুই ব্রিগেড পদাতিক সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। আরেক ব্রিগেড মোতায়েন হবে পশ্চিম তীরে। এই কড়াকড়ির মধ্যেও বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে গাজাবাসী।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবেও স্বীকৃতি দেন। ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়।

জেরুজালেমের পূর্বাঞ্চলকে ফিলিস্তিন তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে পেতে চায়।

আর ইসরায়েল পুরো জেরুজালেমের দাবিদার। বাকি বিশ্ব মনে করে, আলোচনার মাধ্যমে রাজধানী ইস্যুটি সমাধানের আগে এ ধরনের সিদ্ধান্ত হঠকারিতা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here