জেরুজালেমে দূতাবাস সরাবে না অষ্ট্রেলিয়া

0
261

খবর৭১: যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরাইলের তেল আবিব থেকে দখলকৃত জেরুজালেমে দূতাবাস সরিয়ে নেবে না অস্ট্রেলিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, আমেরিকার মতো তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। খবর দ্যা গার্ডিয়ানের।

দখলদার ইসরাইলের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লিবারেল পার্টির কয়েক জন নেতা দূতাবাস জেরুজালেমে নিয়ে যাওয়ার আহ্বান জানানোর পর অষ্ট্রেলিয়া তার অবস্থান জানালো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, জুলি বিশপ বলেছেন- জেরুজালেমের বিষয়ে আমাদের অবস্থান চূড়ান্ত এবং এর কোনো পরিবর্তন হবে না। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।

উল্লেখ্য, গত ১৪ মে যুক্তরাষ্ট্র সব ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘন করে তাদের দূতাবাস মুসলিমদের পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) স্থানান্তর করেছে। সেদিন এর প্রতিবাদে গাজায় যে বিক্ষোভ হয় তাতে ইসরাইলি সেনাদের হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here