জেরুজালেমকে রাজধানী করার অধিকার কারো নেই:মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

0
322

খবর৭১:জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার অধিকার কোনো দেশের নেই বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। রবিবার (১৬ ডিসেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এসময় বিশ্বের সবচেয়ে প্রবীণ এই প্রধানমন্ত্রী বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, বায়তুল মুকাদ্দাস শহরে মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ অবস্থিত এবং এ শহরটি চিরদিন ফিলিস্তিনিদের মালিকানায় ছিল। কাজেই এই নগরী ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হয়েই থাকবে।

মাহাথির বলেন, বিশ্বের কোনো কোনো সরকার বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের মতো এমন একটি সরকারের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। যার সঙ্গে এই নগরীর বিন্দুমাত্র সম্পর্ক নেই। মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাধিয়ে দেয়ার লক্ষ্যে এটি একটি ষড়যন্ত্র।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here