জেব্রা ক্রসিং ব্যবহার না করলে গুনতে হতে পারে জরিমানা

0
346

খবর৭১ঃ ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার না করে যত্রতত্র রাস্তা পার হওয়ার অভিযোগে ৮৯ পথচারীকে জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর যাত্রাবাড়ী থানা এলাকায় যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র ট্রাফিক পূর্ব বিভাগ ও বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এ সময় মোবাইল কোর্টে ৮৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। সেই সঙ্গে তাদের ১৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। স্পেশাল টাস্কফোর্সের অভিযানের ৩১তম দিন : স্পেশাল টাস্কফোর্স বৃহস্পতিবার ৩১তম দিনে নগরীতে অভিযান পরিচালনা করে মোট ৯১৭টি গণপরিবহন তল্লাশি করে ট্রাফিক আইন অমান্যকারী ১৭০টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১৯৮টি গাড়ি রেকারিং ও ১৭টি গাড়ি ডাম্পিং করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here