জেনে নিন প্রাথমিক সমাপনী পরীক্ষার সময়সূচি

0
297

খবর৭১ঃপ্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ১৮ নভেম্বর থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। তবে এবার সকাল ১১টার পরিবর্তে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য গত বছর অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হলেও, এবছর তা আরো ১০ মিনিট বাড়িয়ে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেয়া হবে।

আগামী ১৮ নভেম্বর প্রথমদিন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর দিন ১৯ নভেম্বর হবে বাংলা পরীক্ষা।

২০ নভেম্বর প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২২ নভেম্বর প্রাথমিকে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদয়ীতে আরবি বিষয়ের পরীক্ষা হবে।

২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে গণিত পরীক্ষা। সবশেষ ২৬ নভেম্বর প্রাথমিকে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ীতে কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here