জেএসসি ও জেডিসিতে পুনঃনিরীক্ষণের আবেদন প্রায় ১ লাখ

0
243

খবর৭১ঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রত্যাশিত না হওয়ায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছে।

শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। জিপিএ-৫ বঞ্চিত হয়ে বেশি শিক্ষার্থী আবেদন করেছে বলে জানা গেছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বলেন, চতুর্থ বিষয়ের নম্বর এবার যোগ হয়নি। কিছু বিষয়ে ধারাবাহিক মূল্যায়নে চলে গেছে স্কুলপর্যায়ে। ফলে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী কমেছে। এ কারণে পুনঃনিরীক্ষার আবেদনকারীও বেশি। তবে কিছু ক্ষেত্রে নম্বর দেওয়াতেও সমস্যা থাকতে পারে। তবে সেটা পুনঃমূল্যায়নে বেরিয়ে আসবে।

২৪ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। গড় পাস করেছে ৮৫ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী। মোট ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন।

খোঁজ নিয়ে জানা যায়, এবার প্রায় সব বোর্ডেই বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞানে বেশি পুনঃনিরীক্ষণে আবেদন এসেছে।

এদিকে এবার ইংরেজি ভার্সনেও পুনঃনিরীক্ষার আবেদন তুলনামূলক বেশি পড়েছে। ঢাকা বোর্ড সূত্র জানায়, ইংরেজি ভার্সনে কেবল ধর্ম বিষয়েই রেকর্ড তিন হাজার আবেদন পড়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here